কোটচাঁদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত ১ হাসপাতালে চিকিৎসাধীন

আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:

ঝিনাইদহের কোটচাঁদপুরে মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন এবং অপর

একজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুর আনুমানিক ১টার দিকে কোটচাঁদপুর-সাফদারপুর আঞ্চলিক সড়কের বলুহর

ডাকাততলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম শফিকুল ইসলাম (২০)।

তিনি মহেশপুর উপজেলার আজমপুর গ্রামের সলেমান আলীর ছেলে।

দুর্ঘটনায় গুরুতর আহত হন একই গ্রামের লোকমান হোসেনের ছেলে হাবিব (২২)।

প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, দুপুরের দিকে সড়কের পাশে একটি ব্যাটারিচালিত ভ্যান ও একটি ক্ষতিগ্রস্ত

মোটরসাইকেল পড়ে থাকতে দেখা যায়। সড়কে পড়ে থাকা দুই যুবক রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছিল।

স্থানীয়দের ধারণা, দ্রুতগামী একটি ট্রাক পেছন দিক থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই

শফিকুল নিহত হন এবং হাবিব গুরুতর আহত হন।

তৎক্ষণাৎ স্থানীয় পথচারীরা তাদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এ বিষয়ে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. গোলাম মাহবুব বলেন,দুপুর ১টা ৪৫ মিনিটে লাইফ কেয়ার

ডায়াগনস্টিক সেন্টারের অ্যাম্বুলেন্সচালক জোবায়ের হোসেন দুই জনকে আমাদের এখানে নিয়ে আসেন।

হাসপাতালে আনার আগেই শফিকুল ইসলাম মারা যান। আমরা তাকে মৃত অবস্থায় পাই। অপর আহত

হাবিবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। পুলিশ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন,আমরা দুর্ঘটনার খবর পেয়েছি।ঘটনাস্থলে

পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ঘটনায় নিহতের পরিবারের মাঝে শোকের মাতম চলছে এবং এলাকাবাসীর মধ্যে ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *