জীবননগর -মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, নারীসহ আটক ৪ বাংলাদেশী

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা ও ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পৃথক অভিযানে ভারতীয় যৌন উত্তেজক

ট্যাবলেট ও ইয়াবাসহ চার বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। ৬ ও ৭ জুলাই তারিখে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮

বিজিবি) সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় তাদের আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গত ৬ জুলাই রাত ১০টা ১০ মিনিটে বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায়, সীমান্ত পিলার ৬১/১৪-

এস সংলগ্ন মোঃ আছর আলীর মেহগনি বাগানে সুবেদার মোঃ শরাফত আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে ২২৪ পিস ভারতীয় ‘ভায়াগ্রা’ ট্যাবলেট উদ্ধার করা হয়।

অপরদিকে, একই রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে জীবননগর বিওপির আওতাধীন দাঙ্গাপাড়া গ্রামের একটি ছাগল খামারের

পাশে অভিযান চালিয়ে হাবিলদার মোঃ আজিজুল হকের নেতৃত্বে আরও ১০০ পিস ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট জব্দ করা হয়।

৭ জুলাই ভোর ৩টা ৪৫ মিনিটে মাটিলা বিওপির সীমান্ত পিলার ৫৩/১-এস থেকে ২০০ গজ বাংলাদেশের ভেতরে অভিযান

চালিয়ে ৮৬২ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন নায়েক মোঃ জাহাঙ্গীর কবির।

৭ জুলাই সকাল ৬টা ৩০ মিনিটে কুসুমপুর বিওপির

আওতাধীন চাপাতলা গ্রামের একটি গোলাপ বাগানের সামনে থেকে তিনজন বাংলাদেশি নারীকে অবৈধভাবে ভারতে

প্রবেশের চেষ্টাকালে আটক করে বিজিবি। এ অভিযানে নেতৃত্ব দেন নায়েব সুবেদার মোঃ আবুল হাসান খান।

অন্যদিকে, একইদিন সকাল ৭টা ৫০ মিনিটে কুমিল্লাপাড়া বিওপির অধীন কুমিল্লাপাড়া গ্রামের মাঠে হাবিলদার মোঃ

হাবিবুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে ২৯ বছর বয়সী বিল্লাল

মোড়লকে আটক করা হয়। তিনি নড়াইল জেলার কালিয়া উপজেলার বাবরা হাচলা গ্রামের বাসিন্দা।

মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. মুন্সী ইমদাদুর রহমান জানান, “আটককৃতদের বিরুদ্ধে যথাযথ আইনগত

ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত এলাকায় মাদক পাচার ও অবৈধ পারাপার বন্ধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

সীমান্ত অঞ্চলে বিজিবির এই ধরনের অভিযান মাদক চোরাচালান ও মানবপাচার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এ ধরনের উদ্যোগ জননিরাপত্তা নিশ্চিতকরণ ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় সহায়ক হবে বলে মনে করছেন স্থানীয়রা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *