আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-
৬ দফা দাবির বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা।
মঙ্গলবার (৮ জুলাই) সকালে জেলা সিভিল সার্জনের কার্যালয়ের সামনে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট
অ্যাসোসিয়েশন, ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ঘণ্টাব্যাপী এ অবস্থান কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে শতাধিক স্বাস্থ্য সহকারী ব্যানার-
ফেস্টুন, প্ল্যাকার্ড ও লিফলেট নিয়ে অংশগ্রহণ করেন। কর্মসূচিতে সভাপতিত্ব করেন
অ্যাসোসিয়েশনের জেলা প্রধান সমন্বয়ক আমিনুল ইসলাম। এ সময় আরও বক্তব্য রাখেন সংগঠনের
সমন্বয়ক ফারুক হোসেন, ওলিউর রহমান, সোহেল রানা, মো. ফরহাদ, আক্তার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো:
১. স্বাস্থ্য সহকারীদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক পর্যায়ে উন্নীত করা।
২. ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের ব্যবস্থা করে টেকনিক্যাল পদমর্যাদা প্রদান।
৩. ১১তম গ্রেডে বেতন স্কেল বাস্তবায়ন।
৪. স্বাস্থ্য সহকারীদের চাকরি জাতীয়করণ।
৫. পর্যাপ্ত জনবল নিয়োগ এবং পদোন্নতির সুযোগ প্রদান।
৬. কর্মস্থলে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা।
বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সহকারীরা জনস্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা
রাখলেও সরকারিভাবে তাদের দাবি উপেক্ষিত হচ্ছে। এতে তাদের পেশাগত মনোবল চরমভাবে ভেঙে
পড়ছে। দ্রুত দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানিয়ে তারা বলেন, দাবি মানা না হলে পরবর্তীতে আরও
কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, দেশের প্রান্তিক পর্যায়ে টিকাদান, মাতৃসেবা, শিশুস্বাস্থ্যসহ প্রাথমিক স্বাস্থ্যসেবায় স্বাস্থ্য
সহকারীদের অবদান অনস্বীকার্য হলেও তাদের দাবি-দাওয়ার প্রতি সরকারের সদিচ্ছার অভাব রয়েছে বলে নেতারা অভিযোগ করেন।
এ বিষয়ে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।