২০২৬ বিশ্বকাপের সম্ভাব্য আর্জেন্টিনা জার্সি ফাঁস নকশায় ইতিহাস, ঐতিহ্য ও আধুনিকতার অসাধারণ মিশেল

 আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ এখনো এক বছর দূরে, তবে ইতোমধ্যেই উত্তেজনার পারদ চড়তে শুরু

করেছে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে হতে যাওয়া এই মহাযজ্ঞের আগে

ফুটবলবিশ্বের নজর এখন আর্জেন্টিনার সম্ভাব্য নতুন জার্সির দিকে। বিশ্বকাপজয়ী দল হিসেবে

আলবিসেলেস্তেদের পরবর্তী জার্সির ডিজাইন নিয়ে কৌতূহল ছিল সবার, আর সেই কৌতূহলের আগুনে

ঘি ঢেলেছে সম্প্রতি ফাঁস হওয়া একটি সম্ভাব্য জার্সির ছবি।

বিশ্বস্ত ক্রীড়া পোশাকভিত্তিক ওয়েবসাইট দ্য অপালিক প্রথম জার্সিটির ছবি প্রকাশ করে দাবি করেছে—এটাই

হতে পারে আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপের

অফিসিয়াল হোম জার্সি। দেশটির প্রভাবশালী ক্রীড়া গণমাধ্যম TYC Sports এই সংবাদকে গুরুত্ব দিয়ে

প্রচার করেছে, যার ফলে ফাঁস হওয়া জার্সিটি নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

⚽ ঐতিহ্যের ছোঁয়ায় আধুনিক নকশা:-

প্রকাশিত জার্সির নকশায় রয়েছে আর্জেন্টিনার চিরচেনা আকাশি-সাদা রঙের সমন্বয়, তবে এবার

সেটিকে উপস্থাপন করা হয়েছে একেবারেই নতুন এবং অভিনবভাবে। তিনটি লম্বালম্বি স্ট্রাইপের মাধ্যমে

ফুটিয়ে তোলা হয়েছে তিনটি ভিন্ন ধরনের নীল রঙের স্তর।

কেন্দ্রীয় স্ট্রাইপে রয়েছে আকাশি রং,

দুই পাশে গাঢ়  নীল  থেকে গাঢ়তর  নীল রঙের গ্রেডিয়েন্ট,যার পটভূমি সাদা, ফলে জার্সিতে এক ধরনের ত্রিমাত্রিক (3D) প্রভাব তৈরি হয়েছে।

এই নকশার মাধ্যমে চিত্রায়িত হয়েছে আর্জেন্টিনার তিনবারের বিশ্বকাপ জয়ের স্মৃতি—১৯৭৮, ১৯৮৬ ও

২০২২। প্রতিটি স্ট্রাইপ যেন একেকটি ঐতিহাসিক অধ্যায়ের প্রতিনিধি।

🟦 বিশেষ বৈশিষ্ট্য: প্রতিটি খুঁটিতেই রয়েছে বার্তা

গলার অংশে গাঢ় নীল ‘ভি’ আকৃতির ডিজাইন,

যা হাতার শেষ প্রান্তেও মিলিয়ে রাখা হয়েছে, ভারসাম্যপূর্ণ ও স্টাইলিশ লুক তৈরি করে।

জার্সির বুকের ডান পাশে অ্যাডিডাসের সোনালী রঙের লোগো,মাঝখানে ২০২৬ বিশ্বকাপের

অফিসিয়াল লোগো,বাম পাশে রয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (AFA) শিল্ড, যাতে

খোদাই করা তিনটি সোনালী তারকা—তিনবারের বিশ্বসেরা হওয়ার গৌরবের স্মারক।

কাঁধে অ্যাডিডাসের স্বাক্ষর তিনটি কালো স্ট্রাইপ, যা সাম্প্রতিক সব আর্জেন্টাইন কিটের চেনা রূপ।

🩳 পূর্ণ কিটের সঙ্গতি ও আধুনিকতা

জার্সির সঙ্গে মিল রেখে খেলোয়াড়রা পরবেন নেভি ব্লু রঙের শর্টস ও মোজা।

ফলে পুরো কিটে থাকবে একরঙা গভীরতার মিশেল, যা আকাশি-সাদার ঐতিহ্যের সঙ্গে যোগ করেছে নেভি

ব্লু’র আধুনিক ও দৃঢ় উপস্থাপন। দ্য অপালিক এর ভাষ্যমতে, এই নেভি ব্লু’র ব্যবহারে আর্জেন্টিনার জার্সি

এবার পেয়েছে একটি “অ্যাডভান্সড অথলেটিক লুক”, যা অতীতের ঐতিহ্যের সঙ্গে একবিংশ শতাব্দীর ফ্যাশনের মেলবন্ধন ঘটিয়েছে।

💬 সমালোচনার আগেই প্রশংসায় ভেসে যাচ্ছে ডিজাইনটি

যদিও এখন পর্যন্ত AFA কিংবা অ্যাডিডাসের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবে ফাঁস

হওয়া ডিজাইন ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

আর্জেন্টাইন ভক্তরা ছাড়াও বিশ্বের নানা প্রান্তের ফুটবলপ্রেমীরা জার্সিটির অভিনবতা ও ইতিহাসসমৃদ্ধ নকশার প্রশংসা করছেন।

⏳ চূড়ান্ত ঘোষণা এখন সময়ের অপেক্ষা

বিশ্বচ্যাম্পিয়নদের সম্ভাব্য নতুন জার্সিতে ইতিহাস, ঐতিহ্য এবং আধুনিক স্টাইলের এমন চমৎকার

মিশেল নিঃসন্দেহে নজরকাড়া। এখন শুধু অপেক্ষা আনুষ্ঠানিক উন্মোচনের। সত্যিই যদি এই জার্সিই হয়

চূড়ান্ত, তাহলে ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা শুধু মাঠেই নয়, রূপেও হবে আকর্ষণের কেন্দ্রবিন্দু।-

-📸 সূত্র: দ্য অপালিক / টিওয়াইসি স্পোর্টস

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *