জীবননগর অফিস :-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামে পানিতে ডুবে আরিফুল ইসলাম আরিফ (৩৫) নামের
এক গরু ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ জুলাই) দুপুরে স্থানীয় কানাপুকুরে গোসল করতে নেমে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফুল ইসলাম ওই গ্রামের মাঝেরপাড়ার বাসিন্দা আইজেল আলীর ছেলে।
তিনি পেশায় একজন গরু ব্যবসায়ী ছিলেন এবং এলাকায় একজন শান্ত স্বভাবের পরিশ্রমী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে আরিফ কানাপুকুরে গোসল করতে নামেন। একপর্যায়ে পুকুরের মাঝখানে
একটি মৃত মাছ ভেসে থাকতে দেখে সেটি তুলতে যান। এ সময় তিনি গভীর পানিতে তলিয়ে যান এবং
দীর্ঘক্ষণ উঠে না আসায় স্থানীয়দের সন্দেহ হয়। পরে খবর দেওয়া হলে জীবননগর ফায়ার সার্ভিসের একটি
দল বিকেল সাড়ে ৩টার দিকে পুকুরের তলদেশ থেকে তার মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস জানান, মৃত্যুর সংবাদ
পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনাটি দুঃখজনক এবং প্রাথমিকভাবে এটি একটি
দুর্ঘটনাজনিত মৃত্যু বলেই ধারণা করা হচ্ছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
স্থানীয়দের মাঝে এই দুর্ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে।
তরুণ এই ব্যবসায়ীর এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে গ্রামজুড়ে নেমে এসেছে শোকের মাতম।