আহম্মেদ সাগর,ঝিনাইদহ:-
ঝিনাইদহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী সামিয়া নূর আরিকা এবারের এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে সকল বিষয়ে
জিপিএ-৫ পেয়ে নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও পরিবারের মুখ উজ্জ্বল করেছে। তার স্বপ্ন ভবিষ্যতে একজন চিকিৎসক হয়ে মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করা।
সামিয়া নূর আরিকা শুধু শিক্ষাক্ষেত্রেই নয়, ব্যক্তিগত জীবনেও একজন বিনয়ী, ধৈর্যশীল ও সৃজনশীল
মেধাবী শিক্ষার্থী হিসেবে শিক্ষক-সহপাঠীদের কাছে অতি প্রিয়। ছোটবেলা থেকেই তার মধ্যে মানুষের
প্রতি সহানুভূতি ও সহমর্মিতা ছিল প্রবল। সেই থেকেই তার ডাক্তার হওয়ার স্বপ্ন তৈরি হয় যেখানে
সে সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে পারবে।
তার এমন সাফল্যের পেছনে রয়েছে তার পরিবারের অগ্রণী ভূমিকা। তার পিতা মোঃ হায়দার আলী একজন
বিশিষ্ট শিক্ষানুরাগী, যিনি মধুহাটি মাধ্যমিক বিদ্যালয় এবং বড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা
সভাপতি হিসেবে এলাকায় শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বর্তমানে তিনি বাংলাদেশ
রেড ক্রিসেন্ট সোসাইটির উপ-পরিচালক হিসেবে কর্মরত। মা ফারহানা ববি রুপা একজন আদর্শ গৃহিণী,
যিনি মেয়ের প্রতিটি ধাপে সাহস ও প্রেরণার উৎস হয়ে পাশে ছিলেন।
আরিকার এ কৃতিত্ব ঝিনাইদহ জেলায় এক উদাহরণ সৃষ্টি করেছে। তার এমন অর্জন অন্য শিক্ষার্থীদের
মাঝেও অনুপ্রেরণা ছড়াবে বলে মনে করেন তার শিক্ষকরা।
ভবিষ্যতে সে যেন সৎ, নিষ্ঠাবান ও মানবিক একজন চিকিৎসক হিসেবে দেশের মানুষের পাশে দাঁড়াতে
পারে, সেই আশায় তার বাবা-মা দেশবাসীর কাছে কন্যার জন্য দোয়া চেয়েছে।
ঝিনাইদহ সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন,আরিকা আমাদের গর্ব। তার ভবিষ্যৎ পথচলা যেন আরও মসৃণ হয়, আমরা সেটিই প্রত্যাশা করি।