কোটচাঁদপুরে শহিদ আবু সাঈদ স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি :-

ঝিনাইদহের কোটচাঁদপুরে (জুলাই বিপ্লবে শহিদ) শহিদ আবু সাঈদ স্মরণে ভিডিও চিত্র প্রদর্শনী,

আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ জুলাই)বিকাল ৫:৩০ ঘটিকায়
স্থানীয় কোটচাঁদপুর পৌর (সাধারণ পাঠাগার) এম এ

ওয়াদুদ স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে উক্ত ভিডিও চিত্র প্রদর্শনী,

আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও বাংলাদেশ জামায়াতে

ইসলামী মনোনীত ঝিনাইদহ ৩ (কোটচাঁদপুর-মহেশপুর) সংসদ সদস্য পদপ্রার্থী, অধ্যাপক মতিয়ার রহমান

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, জেলা সহকারি সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই।

প্রধান অতিথির বক্তৃতায় অধ্যাপক মতিয়ার রহমান বলেন, জুলাই শহীদরা বৈষম্যহীন সমাজ গঠনের স্বপ্ন

নিয়ে জীবন দিয়েছেন। তাঁদের রক্তের বিনিময়ে ফ্যাসিবাদের পতন ঘটে এবং জন্ম নেয় একটি গণতান্ত্রিক চেতনার নতুন অধ্যায়।

তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থান শুধু ইতিহাস নয়, এটি সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচারের

সংগ্রামের অনুপ্রেরণা। শহীদদের আদর্শ অনুসরণ করে একটি গনতান্ত্রিক, মানবিক, ন্যায় ও

ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান জানান।
সভাপতিত্ব করেন।কোটচাঁদপুর উপজেলা শাখার

আমির মাওলানা মুহাম্মদ তাজুল ইসলাম ও সঞ্চালনায় ছিলেন,কোটচাঁদপুর উপজেলা শাখার সেক্রেটারি জনাব শাহাবুদ্দিন খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *