মনিহার সিনেমা হলে তরুণীকে অজ্ঞান করে সর্বস্ব লুট: যশোরে তোলপাড়

আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:

যশোর শহরের মনিহার সিনেমা হলে এক তরুণীকে চেতনানাশক ওষুধ খাইয়ে অজ্ঞান করে সর্বস্ব লুটের

ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী তরুণীর নাম লতা খাতুন (২০), তিনি নড়াইল জেলার

লোহাগড়া উপজেলার কাগজিপাড়া গ্রামের খোরশেদ শিকদারের মেয়ে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর ১টার দিকে লতা তার এক পুরনো

বন্ধুর সঙ্গে সিনেমা দেখতে মনিহার হলে যান। সিনেমা শুরুর কিছুক্ষণ পরই ওই ব্যক্তি কৌশলে তাকে একটি

কোমল পানীয়ের সঙ্গে চেতনানাশক ওষুধ খাওয়ান। এরপর লতা অজ্ঞান হয়ে পড়লে অভিযুক্ত ব্যক্তি তার

কাছে থাকা মোবাইল ফোন, স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে পালিয়ে যায়।

সিনেমা হলের স্টাফরা লতাকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল

হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, লতা বর্তমানে আশঙ্কামুক্ত, তবে তাকে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ঘটনার পরপরই পুলিশ মনিহার সিনেমা হল পরিদর্শন করেছে এবং হলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে।

যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান জানান, “ঘটনার সঙ্গে জড়িত

ব্যক্তির পরিচয় শনাক্ত করা গেছে। তাকে আটকের চেষ্টা চলছে এবং দ্রুতই তাকে আইনের আওতায় আনা হবে।”

এদিকে, এমন ঘটনায় দর্শনার্থীদের মাঝে উদ্বেগ-আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সিনেমা হল কর্তৃপক্ষ

জানিয়েছে, ভবিষ্যতে হলে প্রবেশে তদারকি আরও জোরদার করা হবে।

তদন্ত সাপেক্ষে ঘটনার পেছনে কোনো সংঘবদ্ধ চক্রের হাত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

ঘটনাটি নিয়ে যশোরসহ আশপাশের এলাকায় তীব্র প্রতিক্রিয়া ও জনমনে ক্ষোভ বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *