জীবননগর গয়েশপুরে বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ৩২ লাখ টাকার সোনার বার আটক
জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় গয়েশপুরে চোরাচালান বিরোধী অভিযানে বিজিবির হাতে ধরা
পড়েছে ৩২ লাখ টাকার সোনার বার । আজ শুক্রবার (১৯ জুলাই) বেলা দেড়টার দিকে উপজেলার
গয়েশপুর এলাকার কাদাবাগান নামক স্থান থেকে দুটি স্বর্ণের বারসহ একটি মোটরসাইকেল জব্দ করে
বিজিবি। তবে অভিযানের সময় স্বর্ণ বহনকারী মোটরসাইকেল আরোহী পালিয়ে যেতে সক্ষম হয়।
মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫৮ বিজিবির অধীনস্থ মেদিনীপুর বিওপির একটি টহল দল নায়েব সুবেদার
মো. ফারুক হোসেনের নেতৃত্বে — বেলা দেড়টার দিকে গয়েশপুর কাদাবাগান এলাকায়
চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। সন্দেহভাজন একটি মোটরসাইকেলকে চ্যালেঞ্জ করলে চালক দ্রুত মোটরসাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যায়।
পরে তল্লাশি চালিয়ে মোটরসাইকেলের সিটের নিচ থেকে বিশেষভাবে লুকানো অবস্থায় দুইটি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন
২৩২ গ্রাম। যার বাজারমূল্য ৩১ লাখ ৫৬ হাজার ৭০৮ টাকা। এছাড়া জব্দ করা মোটরসাইকেলের মূল্য ১ লাখ ৩০ হাজার টাকা।
সব মিলিয়ে জব্দকৃত মালামালের সিজার মূল্য দাঁড়ায় ৩২ লাখ ৮৬ হাজার ৭০৮ টাকা।
বিজিবি আরও জানায়, জব্দকৃত স্বর্ণ বার এবং মোটরসাইকেল পরবর্তী আইনানুগ প্রক্রিয়া শেষে
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারি শাখায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, সীমান্তবর্তী এই অঞ্চল দীর্ঘদিন ধরেই স্বর্ণ, মাদক ও অন্যান্য চোরাচালানের জন্য আলোচিত।
বিজিবি সূত্র বলছে, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে নিয়মিত নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।