আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-
গোপালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক কালবেলা ও বিজয় টিভির জেলা প্রতিনিধি জুবায়ের হোসেন গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (১৮ জুলাই) সকাল ১১টার দিকে হঠাৎ তীব্র কোমর ব্যথা অনুভব করলে পরিবারের সদস্যরা তাকে
দ্রুত গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
পরিবার সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে কোমর ব্যথা ও গ্যাস্ট্রিকজনিত সমস্যায় ভুগছিলেন।
সাম্প্রতিক সময়ে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসা গ্রহণের প্রয়োজন দেখা দেয়।
তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে গোপালগঞ্জ প্রেসক্লাবসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার
সাংবাদিকরা হাসপাতালে ছুটে যান এবং তার সুস্থতা কামনা করেন। সহকর্মীরা তার দ্রুত আরোগ্য কামনা
করে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
পরিবারের পক্ষ থেকে সকল শুভানুধ্যায়ী, সহকর্মী ও গোপালগঞ্জবাসীর কাছে জুবায়ের হোসেনের দ্রুত
সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে।