ঝিনাইদহের সাংবাদিক ফয়সাল আহমেদ’র মায়ের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক প্রকাশ

আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-

ঝিনাইদহের প্রখ্যাত সাংবাদিক, এসএ টিভি ও দৈনিক বণিক বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি ফয়সাল

আহমেদ-এর মাতা রওশন আরা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (২০ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়

তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, রওশন আরা বেগম দীর্ঘদিন ধরে থ্যালাসেমিয়াসহ বার্ধক্যজনিত নানা

জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, তিন ছেলে, পুত্রবধূ, নাতি-নাতনিসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

সাংবাদিক ফয়সাল আহমেদ’র মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঝিনাইদহ প্রেসক্লাব, ঝিনাইদহ

টেলিভিশন সাংবাদিক ফোরাম, জেলা রিপোর্টার্স ইউনিটি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার

সহকর্মীবৃন্দ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

শোকবার্তায় সাংবাদিক নেতারা বলেন, “রওশন আরা বেগম ছিলেন একজন ধর্মপরায়ণ, নম্র ও

সমাজসেবামনস্ক নারী। তার মৃত্যুতে সাংবাদিক

ফয়সাল আহমেদের পরিবারসহ এলাকাবাসী একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্বকে হারালো।”

মরহুমার জানাজা সোমবার বিকেল ৫টায় ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় নিজ বাসভবনসংলগ্ন ঈদগাহ

মাঠে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।

গঞ্জের খবর পরিবার মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *