জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের তিনজন নেতাকর্মিকে পুলিশ গ্রেফতার করেছেন। শনিবার(১৯ জুলাই) ১০ টার দিকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদেরকে রোববার সকাল ১১ টার দিকে চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হয়।
গ্রেফতারকৃত নেতাকর্মিরা হলেন,প্রতাপপুর গ্রামের মৃত শহর আলীর ছেলে আবুল তালেব ওরফে তালেব(৫৮)। তিনি বাঁকা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি। একই গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে মিন্টু মিয়া(৪৫)। তিনি বাঁকা ইউনিয়ন
আওয়ামীলীগের ৪ নম্বর ওয়ার্ডের যুগ্ম-সাধারন সম্পাদক এবং হাসাদহ বাজারপাড়ার মৃত বদর উদ্দিনের ছেলে ও হাসাদহ ইউনিয়ন আওয়ামীলীগের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শুকুর আলী(৫৪)। গ্রেফতারকৃতদেরকে একটি চাঁদাবাজি ও ছিনতাইয়ের মামলায় সন্দেহভাজন হিসাবে আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতদের পরিবারের দাবি,তারা ষড়যন্ত্রের শিকার। আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত থাকার জন্যই অন্যায় ভাবে গ্রেফতার করা হয়েছে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস বলেন,গ্রেফতারকৃতরা থানার একটি চাঁদাবাজি ও ছিনতাইয়ের মামলার ঘটনার সন্দিগ্ধ আসামি। তাদেরকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।