জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে পাখিভ্যানের ধাক্কায় তাকিয়া সুলতানা
(৬) নামে এক শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে
উপজেলার কাটাপোল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাকিয়া একই গ্রামের তরিকুল ইসলামের কন্যা এবং
কাটাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সকালে স্কুলে যায় তাকিয়া সুলতানা।
স্কুল ছুটি হওয়ার পর একাই বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পথে কাটাপোল বাজারের কাছে পৌঁছালে রাস্তা
পার হওয়ার সময় দ্রুতগামী একটি পাখিভ্যান তাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় তাকিয়া রাস্তায়
ছিটকে পড়ে যায় এবং তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকিয়াকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস জানান,সড়ক দুর্ঘটনার
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। শিশুটির মৃত্যুর ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।
ঘটনার তদন্ত চলছে এবং দোষী ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিশু তাকিয়ার আকস্মিক মৃত্যুতে পরিবারে চলছে আহাজারি। একইসাথে তার স্কুল এবং গ্রামবাসীর
মাঝেও শোকের আবহ বিরাজ করছে। গ্রামবাসীরা জানান, রাস্তা দিয়ে অহরহ বেপরোয়া গতিতে
পাখিভ্যান চলাচল করে। তবে এসব যানবাহনের বিরুদ্ধে তেমন কোনো নজরদারি নেই।