রিমন হোসেন,জীবননগর প্রতিনিধি:-
চুয়াডাঙ্গার সীমান্তবর্তী এলাকা ও ঝিনাইদহের মহেশপুরে মাদক, স্বর্ণ, গরু ও মানব পাচারসহ সকল প্রকার চোরাচালান রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভার আয়োজন করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৫.২০ মিনিট থেকে সন্ধ্যা ৬.২০ মিনিট পর্যন্ত মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর আওতাধীন কুসুমপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার চাপাতলা গ্রামে স্থানীয় কৃষক রফিকুল ইসলামের কৃষি ফার্মে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোঃ রফিকুল আলম, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আবু হানিফ মোঃ
সিহানুক, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার ও সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এবং বেনীপুর কোম্পানি কমান্ডার। সভায় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় ২৫০- ৩০০ জন স্থানীয় মানুষ অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও অবৈধ অনুপ্রবেশ দেশের নিরাপত্তা ও সমাজের জন্য মারাত্মক হুমকি। এসব অপরাধ রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণের
সক্রিয় সহযোগিতা অপরিহার্য। অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম বলেন,মাদক, স্বর্ণ, গরু ও মানব পাচার একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। এসব অপরাধ প্রতিরোধে আমাদের সজাগ থাকতে হবে এবং পরিবার ও সমাজকে সচেতন করতে হবে।
তিনি আরও বলেন,সন্ধ্যার পর সীমান্তের শূন্য রেখায় না যাওয়া,ভারতীয় জমিতে কাজ না করা ও জমি লিজ না নেয়া,গরু চোরাচালানে না জড়ানো,চোরাচালানকারীদের বিষয়ে বিজিবিকে তথ্য দেয়া এবং মাদককে ‘না’ বলার অঙ্গীকার করা। এসব বিষয়ে সকলকে আরও সতর্ক থাকতে হবে।
সভা শেষে স্থানীয় জনগণ বিজিবির এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান এবং সীমান্ত অপরাধ দমনে বিজিবির পাশে থেকে একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।