বিশেষ প্রতিনিধি:
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমন্তের ছয় ঘড়িয়ায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়েছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি। এ অভিযানে আটককৃত মোটরসাইকেলের তেলের ট্যাংকির মধ্যে হতে উদ্ধার করেছে ৭০ ভরি স্বর্ণ।
বিজিবি জানায়, চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার অন্তর্গত সুলতানপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা ছয়ঘড়িয়া গ্রামের মধ্যদিয়ে স্বর্ণ পাচার করা হবে। এ মর্মে প্রাপ্ত বিশেষ তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান, পিএসসি সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্ত পিলার ৭৭/৬-আর হতে আনুমানিক ১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ছয়ঘরিয়া গ্রামের বাকা মোড় এলাকায় রাস্তার পার্শ্বে এ্যাম্বুশের জন্য অবস্থান করে।
এসময় আনুমানিক শুক্রবার ১৭ মার্চ দুপুর ১ টার দিকে একটি মোটরসাইকেলযোগে একজন ব্যক্তিকে বাঁকা মোড় এলাকা দিয়ে ঝাঁঝাডাঙ্গা হয়ে সীমান্ত অভিমুখে যেতে দেখে বিজিবি সশস্ত্র টহলদল উক্ত মোটরসাইকেল আরোহীকে ধাওয়া করলে আরোহী মোটরসাইকেলটি ফেলে দৌঁড়ে পালিয়ে যায়। পরবর্তীতে ফেলে যাওয়া মোটরসাইকেলটি জব্দ করে টহলদল। জব্দকৃত মোটরসাইকেলটি তল্লাশী করে মোটরসাইকেলের তেলের ট্যাংকির ভিতর অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় আনুমানিক ৮১৭ গ্রাম (৭০ ভরি) ওজনের ছোট বড় ৩টি স্বর্ণের বার উদ্ধার করতে সক্ষম হয়।
এব্যাপারে নায়েব সুবেদার মিজানুর রহমান বাদী হয়ে দর্শনা থানায় মামলা দায়ের করে আটককৃত স্বর্ণের বারগুলি চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।