রমজান ও ঈদ উপলক্ষে চুয়াডাঙ্গা পুলিশের আইন-শৃঙ্খলা ও বিশেষ অপরাধ পর্যালোচনা সভা

বিশেষ প্রতিনিধি:-

খুলনা রেঞ্জ বাংলাদেশ পুলিশের চুয়াডাঙ্গা জেলা পুলিশের উদ্যোগে বুধবার সকালে আসন্ন পবিত্র রমজান ও ঈদ-উল ফিতর উপলক্ষে আইন-শৃঙ্খলা ও বিশেষ অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত এ সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির ঘটনা সৃষ্টির চেষ্টা, বাজার মনিটরিং, শিল্প কারখানা ও শ্রমিক সংশ্লিষ্ট, নিরাপত্তা পরিকল্পনায় বিপণী বিতান, শপিংমল ও আর্থিক প্রতিষ্ঠান কেন্দ্রিক নিরাপত্তা,বাস টার্মিনাল এবং রেলস্টেশন কেন্দ্রিক নিরাপত্তা, ঈদ জামাত কেন্দ্রিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্হাপনা সংক্রান্তে আলোচনা হয়।  উক্ত আলোচনা সভায় পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার(অর্থ ও প্রশাসন) মোঃ আবু তারেক,অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মো: আনিসুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মোঃ মুন্না বিশ্বাসসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *