ভূমি ও গৃহহীন মুক্ত হল জীবননগর উপজেলা

জীবননগর অফিস:
ভূমি ও গৃহহীনমুক্ত ঘোষণা হলো চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা। আশ্রয়ণ-২ প্রকল্পের চতুর্থ ধাপে আরও ১১ ভূমি ও গৃহহীন পরিবারকে উপহারের ঘর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি এক অনুষ্ঠানের মাধ্যমে এসব ঘর হস্তান্তর করেন। এরই মাধ্যমে জীবননগরসহ ১৫৯টি উপজেলাকে গৃহ ও ভূমিহীনমুক্ত ঘোষণা করেন। আশ্রয়ণ-২ প্রকল্পের চতুর্থ ধাপে ৩৯ হাজার ৩৬৫টি ঘর হস্তান্তর করা হয়েছে।
বুধবার উপহারের ঘর হস্তান্তর উপলক্ষে জীবননগর উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকুনুজ্জামানের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আরাফাত রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈসা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রশিদ শাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তানভীন হাসান, জীবননগর প্রেসক্লাবের সভাপতি মুন্সী মাহাবুবুর রহমান বাবু, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জি এ জাহিদুল ইসলাম জাহিদ বাবু প্রমুখ।  জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকুনুজ্জামান জানান, জীবননগর উপজেলায় এ পর্যন্ত ৪ ধাপে ১৬৬টি প্রধানমন্ত্রীর উপহারের ঘর হস্তান্তর করা হয়েছে।###

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *