জীবননগর অফিস :-
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত
সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা আমীর অ্যাডভোকেট রুহুল আমিন বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকালে
জীবননগর শহরে ব্যাপক গণসংযোগ করেছেন।
বিকাল ৫টার দিকে জীবননগর জামায়াত কার্যালয় থেকে শুরু হয়ে শহরের চ্যাংখালী সড়কসহ
আশেপাশের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে গণসংযোগ করেন তিনি। এসময় ব্যবসায়ীরা তার
সাথে কুশল বিনিময় করেন এবং অনেকেই তার বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন।
গণসংযোগকালে অ্যাডভোকেট রুহুল আমিন বলেন-দাঁড়িপাল্লা জনগণের প্রিয় প্রতীক। এ প্রতীকে ভোট
দিলে জিতবে জনগণ, হারবে দুর্নীতি ও বৈষম্য।
জামায়াতে ইসলামী সবসময় সাধারণ ও প্রান্তিক
জনগোষ্ঠীর অধিকারকে প্রাধান্য দিয়ে দেশ পরিচালনা করতে চায়। আমরা শাসক নই, জনগণের সেবক হতে চাই।”
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী সরকার গঠন করতে পারলে-দেশের সব ধরনের দুর্নীতি জাদুঘরে
পাঠানো হবে।টাকা-পয়সা ছাড়াই যোগ্যতার ভিত্তিতে তরুণদের চাকরির ব্যবস্থা করা হবে।হাসপাতালসমূহ
আধুনিকায়ন করে সাধারণ মানুষকে উন্নত স্বাস্থ্যসেবা দেওয়া হবে।বৈচিত্র্যময় কৃষি প্রধান জীবননগরে
একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।জনগণের মৌলিক অধিকার ও ন্যায্য চাহিদা ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে।
তিনি উপস্থিত জনতাকে উদ্দেশ করে বলেন-“যারা আপনাদের প্রকৃত বন্ধু নয়, তাদেরকে প্রত্যাখ্যান
করুন। আমরা জনগণের বন্ধু ও সেবক হতে চাই। উন্নয়ন ও দুর্নীতি কখনো একসাথে চলতে পারে না।”