জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী গ্রামে দিনে-দুপুরে মসজিদের তালা ভেঙে ব্যাটারি, এমপ্লিফায়ার মেশিন ও নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে।
ঘটনাটি ঘটেছে সোমবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার উথলী গ্রামের মোল্লাবাড়ি পাড়ার বায়তুল মা’মুর জামে মসজিদে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল থেকে দুপুরের মধ্যে কোনো এক সময় দুর্বৃত্তরা মসজিদের প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে
মসজিদের সাউন্ড সিস্টেম ও নগদ অর্থ নিয়ে যায়। চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে—একটি ১২
ভোল্টের চার্জার ব্যাটারি, দুটি শক্তিশালী এমপ্লিফায়ার মেশিন, চারটি মাইকের বক্স, এবং দানবাক্সে থাকা নগদ টাকা।
মসজিদের মুয়াজ্জিন বিল্লাল হোসেন জানান,আমি জোহরের আজান দিতে মসজিদে এসে দেখি তালা ভাঙা, আর মিম্বরের পাশে রাখা ব্যাটারি ও সাউন্ড
মেশিনগুলো উধাও। সঙ্গে সঙ্গে মসজিদ কমিটির সভাপতি ও স্থানীয় লোকজনকে খবর দিই।
মসজিদ কমিটির সভাপতি শহিদুল হক
পবন বলেন,মসজিদের সাউন্ড সিস্টেম, ব্যাটারি ও কিছু নগদ টাকা চুরি হয়ে গেছে। সকাল সাড়ে ৯টার
দিকে আমি মসজিদে গিয়েছিলাম, তখন সবকিছু ঠিক ছিল। দুপুরের মধ্যে চোরেরা সুযোগ বুঝে তালা ভেঙে
সব নিয়ে গেছে। বিষয়টি আমরা স্থানীয় জনপ্রতিনিধি ও জীবননগর থানায় অবহিত করেছি।
চুরির খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ দেখা দেয়। স্থানীয় বাসিন্দা কাওছার
আলী বলেন,মসজিদে দিনে-দুপুরে এমন চুরি আগে কখনও দেখিনি। আগে রাতে দানবাক্স ও বৈদ্যুতিক
সরঞ্জাম চুরির ঘটনা ঘটেছিল, কিন্তু এখন দিনে-দুপুরে মসজিদের ভেতরে ঢুকে চুরি এটা খুবই উদ্বেগজনক।
এলাকাবাসী মনে করছেন, চুরি হওয়া মালামালের আর্থিক মূল্য প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকা হতে
পারে। তারা দ্রুত তদন্ত করে চোর চক্রকে শনাক্ত ও চুরি হওয়া জিনিসপত্র উদ্ধারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন,ঘটনাটি শুনেছি। এখনো লিখিত অভিযোগ
পাইনি। অভিযোগ পেলে দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।দিনে-দুপুরে ধর্মীয় প্রতিষ্ঠানে এ ধরনের চুরির ঘটনা স্থানীয়ভাবে আতঙ্ক সৃষ্টি করেছে।
এলাকাবাসী মনে করছেন, সম্প্রতি এলাকায়
ছোটখাটো চুরি বাড়লেও কার্যকর তদারকির অভাবে চোর চক্র আরও বেপরোয়া হয়ে উঠছে।