প্রাকৃতিক বিপর্যয় রোধে বাংলাদেশ ওয়াইল্ড লাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভের উদ্যোগ
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের ভৈরব নদের পাড় ও আশপাশের খাস জমিতে প্রায় ২ হাজার
তালবীজ রোপণ করা হয়েছে । সোমবার (৬ অক্টোবর ২০২৫) সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত এ বৃক্ষরোপণ কর্মসূচি চলে।
উদ্যোগটি নিয়েছে পরিবেশ বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ ওয়াইল্ড লাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভ।
এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দামুড়হুদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কে এইচ
তাসফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটুদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
শফিকুর রহমান এবং নাটুদহ ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা রফিকুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি কে এইচ তাসফিকুর রহমান বলেন—বর্তমানে বজ্রপাত একটি বড় ধরনের
প্রাকৃতিক বিপর্যয়। এর ক্ষতি থেকে রক্ষা পেতে বেশি বেশি তালগাছ রোপণ করা প্রয়োজন। তালগাছ শুধু পরিবেশ রক্ষায় নয়, বরং বজ্রপাত প্রতিরোধেও
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজ নাটুদহ ইউনিয়নের ভৈরব নদের তীরবর্তী প্রায় ১৫ একর খাস জমির
সীমানা বরাবর যে তালবীজ রোপণ করা হয়েছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ।
তিনি সংগঠনটির প্রতিষ্ঠাতা আহসান হাবীব শিপলু ও তাঁর দলের সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান এবং
এ ধরনের পরিবেশবান্ধব কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
বাংলাদেশ ওয়াইল্ড লাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভ-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি, এবং বড় সলুয়া নিউ
মডেল ডিগ্রি কলেজের প্রাণিবিদ্যা প্রভাষক আহসান হাবীব শিপলু বলেন,আমাদের সংগঠনের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আজকের কর্মসূচি সফল
হয়েছে। তালগাছ শুধু বজ্রপাত নিরোধক নয়, বরং এটি বহু বিপন্ন প্রজাতির পাখি ও প্রাণীর আবাস ও
খাদ্যের উৎস। আমরা কৃতজ্ঞ দামুড়হুদা উপজেলা প্রশাসন, নাটুদহ ইউনিয়ন পরিষদ ও স্থানীয় ভূমি
অফিসের প্রতি—তাদের সহযোগিতায় আমরা কাজটি সফলভাবে সম্পন্ন করতে পেরেছি।
তিনি আরও বলেন,আমাদের লক্ষ্য শুধু গাছ লাগানো নয়—বরং পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য
সংরক্ষণের একটি স্থায়ী উদ্যোগ গড়ে তোলা। আগামী দিনগুলোতেও দেশের বিভিন্ন অঞ্চলে তালবীজ
ও দেশীয় গাছের চারা রোপণের পরিকল্পনা রয়েছে।
কর্মসূচিতে সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত
ছিলেন—হাসানুজ্জামান রিগান, জিসান, সতেজ, আনাছ, বায়জিদ, ইয়ামিন, নীরব, রিয়াজুদ্দিন,
নীরব-২, আব্দুল্লাহ প্রমুখ। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কৃষক, শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। উল্লেখ্য, সাম্প্রতিক
বছরগুলোতে দেশে বজ্রপাতজনিত প্রাণহানি উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে।
বিশেষজ্ঞদের মতে, মাঠ-প্রান্তরে তালগাছ বৃদ্ধি পেলে তা বজ্রপাতের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমাতে সাহায্য করে।
পরিবেশবিদরা মনে করছেন, বাংলাদেশ ওয়াইল্ড লাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভের এই উদ্যোগ শুধু পরিবেশ নয়,
মানুষের জীবন ও জীবিকার নিরাপত্তায়ও বড় ভূমিকা রাখবে।