জীবননগরে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বিএনপির লিফলেট বিতরণ

জীবননগর অফিস:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা-২ (জীবননগর-দামুড়হুদা) আসনে ধানের শীষ প্রতীকে ভোট

চেয়ে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালনা করেছে বাংলাদেশ

জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার

বিকেলে( ৭ অক্টোবর) জীবননগর পৌর শহরের ৮নং ওয়ার্ড এলাকায় বিএনপি নেতাকর্মীরা

দোকানপাট, ব্যবসায়ী, পথচারীসহ সাধারণ ভোটারদের হাতে লিফলেট তুলে দেন।

লিফলেট বিতরণের সময় তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির  একমাত্র 

মনোনীত  প্রার্থী, বিজিএমইএর সভাপতি ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু-এর পক্ষে জনগণের সমর্থন কামনা করেন।

এ সময় দলীয় নেতারা বলেন, “মাহমুদ হাসান খান বাবু একজন সৎ, শিক্ষিত ও সফল ব্যবসায়ী নেতা।

তিনি গত ১৬-১৭ বছর ধরে চুয়াডাঙ্গা জেলার উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ ও জনকল্যাণমূলক কাজে

নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি এমপি নির্বাচিত হলে চুয়াডাঙ্গার উন্নয়নের ধারা আরও

বেগবান হবে এবং জনগণের আস্থা অর্জন করবেন।”

নেতারা আরও বলেন, “বিএনপি জনগণের দল।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের রায়ের মাধ্যমেই দেশে গণতন্ত্র ও জনগণের অধিকার

ফিরিয়ে আনা হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে।”লিফলেটের মাধ্যমে বিএনপির ৩১ দফা কর্মসূচিদলের

অঙ্গীকার এবং জনবান্ধব নীতিমালা তুলে ধরা হয়। এতে বলা হয়, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে

উন্নয়নসহ গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা পুনরুদ্ধারে বিএনপি বদ্ধপরিকর। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে

উপস্থিত ছিলেন জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহাজাহান কবীর

বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুসিনিয়র যুগ্ম

সম্পাদক শফিউদ্দিনসাংগঠনিক সম্পাদক নাসির ইকবাল ঠান্ডু৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি

মফিজুল ইসলাম ও সাধারণ সম্পাদক  রাসেল আহমেদএছাড়াও উপস্থিত ছিলেন জীবননগর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফ

হোসেন (রনন)উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জসীম উদ্দিন বল্টুপৌর যুবদলের

আহ্বায়ক হযরত আলী সরদারযুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম, আজমত ও সরোয়ারপৌর

মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মো. বাদশা মিয়াজুলহাস, ডাবলু, জসীম, মমিন, সালাম,

মুজামসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী। লিফলেট বিতরণ শেষে নেতাকর্মীরা

বলেন, “এই সরকারের দুঃশাসন, দুর্নীতি ও দমন-নিপীড়নের বিরুদ্ধে জনগণ এখন ঐক্যবদ্ধ। সময়

এসেছে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার। চুয়াডাঙ্গা-২ আসনের জনগণ বিএনপির প্রতীক ধানের

শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের পথে অগ্রসর হবে।”স্থানীয় সূত্রে জানা যায়, আগামী কয়েকদিনের মধ্যে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে ও গ্রামাঞ্চলে

বিএনপি’র লিফলেট বিতরণ কর্মসূচি আরও জোরদার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *