জীবননগর অফিস:-
জীবননগর উপজেলার বিভিন্ন গ্রামের ৩৭টি অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে বিনা মূল্যে টিউবওয়েল বিতরন করা হয়েছ। উপজেলার মাধবপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে রোবববার সকাল ১০ টার দিকে বিতরন করা হয়েছে। দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে এসব এসব টিউবওয়েল বিতরন করা হয়। দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির নির্বাহী সদস্য সাব্বির আহমেদ মহিতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মো: রোকনুজ্জামান। তিনি বলেণ,গ্রামের অসহায় মানুষের জন্য সুপেয় নিরাপদ পানি নিশ্চিত করতে কাজ করছে দোস্ত এইড বাংলাদেশ। এজেলায় দীর্ঘদিন ধরে কাজ করছে সংস্থাটি। রমজানের শুরুতেই মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরন করছে। তাদের এ সব মানবিক কাজগুলি অবশ্যই প্রশংসার দাবিদার। আগামীতে অসহায় মানুষের জন্য এ ধরণের কাজ সংস্থাটি অব্যাহত রাখবে বলে আশা করছি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,শাহ শরিফুল আলম ছোট বাবু,দোস্ত এইড সদস্য সাংবাদিক মিথুন মাহমুদ,সাংবাদিক চাষি রমজান এবং দোস্ত এইড’র শাখা ইনচার্জ হোসাইদ আহমেদ।