দর্শনা অফিস:
দর্শনায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ফেনসিডিল সহ আনোয়ার নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।এ ঘটনায় পুলিশ পলাতক দেখিয়ে ২ জনের বিরুদ্ধে দায়ের করেছে মামলা।৫ এপ্রিল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে দর্শনা থানার নবাগত অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে থানার এসআই তাইফু্জ্জামান, এসআই স্বপন কুমার সরকার, এসআই শামিম রেজা সহ সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর গ্রামের সুলতানপুর গ্রামে। এসময় গ্রামের
উত্তরপাড়ার মৃত মুজাল সরদারের ছেলে রবির মুদি দোকানের সামনে পাকা রাস্তার হতে ৬০ বোতল ফেন্সিডিলসহ আনোয়ার হোসেন (৪৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ী সুলতানপুর গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা ও মৃত আনছার আলীর ছেলে। গ্রেফতারকৃত আসামী এবং পলাতক আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। সেই সাথে গ্রেফতারকৃত আসামীকে চুয়াডাঙ্গা কোট হাজতে প্রেরণ করেছে।