ময়মনসিংহ-৪ আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আবু ওয়াহাব আকন্দ

ময়মনসিংহ অফিস:
ময়মনসিংহ-৪ (সদর) সংসদীয় আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির মনোনীত ধানের শীষের প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। তিনি এর আগে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে উল্লেখযোগ্য সংখ্যক ভোট অর্জন করেছিলেন।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ময়মনসিংহের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্যাহ আল মোতাহসিমের কার্যালয় থেকে নির্ধারিত প্রক্রিয়ায় মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।

এ সময় সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্যাহ আল মোতাহসিম প্রার্থী ও উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে নির্বাচনী আচরণবিধি সম্পর্কে দিকনির্দেশনা দেন। তিনি বলেন,এবারের নির্বাচনী আচরণবিধিতে কিছু পরিবর্তন আনা হয়েছে। তাই প্রার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে আচরণবিধি সম্পর্কে সচেতন থাকতে হবে এবং তা কঠোরভাবে মেনে চলতে হবে। আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। তিনি বলেন, ময়মনসিংহ সদর আসনের জনগণ তার দীর্ঘদিনের আস্থার জায়গা। অতীতের নির্বাচনের মতো এবারও জনগণের সমর্থন পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি। তিনি আরও বলেন, তিনি দলের একজন মনোনীত প্রতিনিধি হিসেবে নির্বাচন করছেন।

আসন্ন নির্বাচন ঘিরে কোনো শঙ্কা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি আল্লাহর ওপর ভরসা রেখে রাজনীতি করেন এবং অতীতের আন্দোলন-সংগ্রামের অভিজ্ঞতা থেকেই নির্বাচনী মাঠে আত্মবিশ্বাসী।

মনোনয়ন ফরম সংগ্রহের সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোছা. হোসনে আরা, প্রবীণ বিএনপি নেতা নজরুল ইসলাম ভূঁইয়া,মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এম.এ.হান্নান খান,শাহ শিব্বির আহম্মেদ ভুলু, একেএম মাহাবুবুল আলম মাহাবুব,জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ তানভীর তান্না, মহানগর বিএনপির সদস্য শরাফ উদ্দিন কোহিনূর,জগলুল হায়দার,মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *