মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন জীবননগর মাধবখালীর গ্রাম্য চিকিৎসকের অদম্য সন্তান বাপ্পী

জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবখালী গ্রামের মেধাবী শিক্ষার্থী রমিজ উদ্দিন বাপ্পী ২০২৫–২৬ শিক্ষাবর্ষে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেয়েছেন। দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে চলা বাপ্পীর এই সাফল্যে পরিবার,স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের জোয়ার বইছে।

রমিজ উদ্দিন বাপ্পী মাধবখালী গ্রামের এক মধ্যবিত্ত পরিবারের সন্তান। তার পিতা সোহেল রানা বকুল একজন গ্রাম্য পশু চিকিৎসক এবং মাতা রেহেনা বেগম
একজন গৃহিণী।

সীমিত সামর্থ্যের মধ্যেও সন্তানকে শিক্ষিত ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে বাবা-মা সবসময় সচেষ্ট ছিলেন। বিশেষ করে পিতা সোহেল রানা বকুলের স্বপ্ন ছিল-তার ছেলে একদিন বড় ডাক্তার হয়ে মানুষের সেবা করবে।
বাবার সেই স্বপ্ন ও দিকনির্দেশনাই বাপ্পীর এগিয়ে চলার প্রেরণা হয়ে ওঠে।শিক্ষাজীবনে শুরু থেকেই বাপ্পী ছিল অত্যন্ত মেধাবী ও শৃঙ্খলাবান। সে ধোপাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষায় জিপিএ–৫ অর্জন করে। পরে জীবননগর আদর্শ শাপলাকলি মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক (এসএসসি) পরীক্ষায় এবং যশোর ক্যান্টনমেন্ট বোর্ডের অধীনে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে জিপিএ–৫ অর্জন করে। এছাড়া তিনি ঢাকা নটর ডেম কলেজে অধ্যয়নকালে শিক্ষকদের প্রশংসা কুড়িয়েছেন।

সহপাঠী ও প্রতিবেশীদের ভাষ্যমতে, বাপ্পী ছোটবেলা থেকেই নম্র,ভদ্র,শান্ত স্বভাবের এবং অধ্যবসায়ী একজন শিক্ষার্থী। পিতা-মাতা ও শিক্ষকদের উপদেশ মেনে চলাই তার এই সাফল্যের অন্যতম কারণ বলে তারা মনে করেন।

রমিজ উদ্দিন বাপ্পী বলেন,আমি একজন মানবিক ও দায়িত্বশীল চিকিৎসক হয়ে
মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই।

তিনি তার এই পথচলায় সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন। বাপ্পীর এই অর্জন জীবননগর উপজেলার শিক্ষার্থীদের
জন্য অনুপ্রেরণার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *