জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগরে সাংবাদিকদের সঙ্গে থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা মতবিনিময় করেছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জীবননগর থানায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় কালে নবাগত নাসির উদ্দিন বলেন,সাংবাদিকেরা কলম সৈনিক। এই কলমের মাধ্যমে সমাজের বিভিন্ন অসংগতি তুলে ধরে সমাধানের পথ দেখান সাংবাদিকেরা। আবার এই কলমের মাধ্যমে মানুষকে বিপদেও ফেলা যায়। আমি আশা করব আপনারা সাংবাদিকতার ভালো দিকটা নেবেন। সাংবাদিক ও পুলিশ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাসসহ অপরাধ কমিয়ে আনা সম্ভব। তিনি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন, জীবননগর প্রেসক্লাবের সভাপতি মুন্সী মাহবুবুর রহমান বাবু, সাধারণ সম্পাদক কাজী শামসুর রহমান চঞ্চল, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম ,সাধারণ সম্পাদক জামাল হোসেন খোকন, যুগ্ম-সাধারণ সম্পাদক মুতাছিন বিল্লাহ,সিনিয়র সাংবাদিক নারায়ণ ভূমি, মামুন উর রহমান, হুমায়ূন কবির, মাজেদুর রহমান লিটন, চাষী রমজান, মিঠুন মাহমুদ, রিপন হোসেন ,নুর আলম,রাসেল হোসেন মুন্না,নয়ন আহমেদ, সম্রাট,আব্দুল হাকিম,শাকিল প্রমুখ।