সকল অনাচার ও অপশাসনের বিরুদ্ধে বিদ্রোহী কবি নজরুল সব সময় প্রাসঙ্গিক

আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ১৯২১ সালে বাংলা বর্ণমালায় সৃষ্ট ‘প্রথম আণবিক বোমা’ ‘বিদ্রোহী ফাটালেন-“আমি চির-বিদ্রোহী বীর-/বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির-উন্নত শির!” আতঙ্কে কেঁপে উঠলো বৃটিশরাজের আসন। আমাদের মহান মুক্তিযুদ্ধে নজরুলের গান, কবিতা এদেশের মুক্তিকামী মানুষ তথা মুক্তিযোদ্ধাদের সাহস যুগিয়েছিল। আবার বিগত জুলাই আন্দোলনে (২০২৪) এ ঢাকাসহ সারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি ভবনে কাজী নজরুল ইসলামের অগ্নিঝরা সব কবিতা-প্রতিবাদী গানের দেয়াল লিখন ও স্লোগান আন্দোলনে প্রাসঙ্গিকতা পেয়েছিল। বিশেষত অপশাসনের বিরুদ্ধে তাঁর প্রতিবাদী চেতনা ছাত্রজনতা ও তরুণদের অনুপ্রাণিত করে। ‘বিদ্রোহী’ কবিতার লাইন, ‘কারার ঐ লৌহকপাট বা অন্যান্য শোষণের বিরুদ্ধে লেখা অংশগুলো ‘জুলাই স্পিরিট’-এর প্রতীক হয়ে ওঠে, যা নিপীড়ন ও স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা হয়ে দেয়ালে দেয়ালে আর মুখে মুখে ফেরে। তাঁর গানগুলোও আন্দোলনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়ায়। বিদ্রোহি কবি নজরুলের কবিতা ও গানগুলো ‘জুলাই স্পিরিট’ বা জুলাই আন্দোলনের মূল চেতনার প্রতিনিধিত্ব করে, যা শোষকের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হয়ে ওঠে। যা প্রমাণ করে আমাদের বিদ্রোহী কবি জাতীয় কবি নজরুল ইসলাম সবসময় প্রাসঙ্গিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *