জীবননগর অফিস:-
“প্রযুক্তি ও মানবতায় কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে শনিবার (৩ জানুয়ারি ) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা সমাজসেবা অফিসার জাকির উদ্দিন মোড়ল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মকবুল হাসান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীবননগর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পাভেল রানা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মনিরুজ্জামান মনির এবং জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রিপন হোসেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজসেবা কার্যক্রম সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রযুক্তির যথাযথ ব্যবহার এবং মানবিক মূল্যবোধের সমন্বয়ের মাধ্যমে সমাজসেবা কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করা সম্ভব। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি সব সংস্থার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলেও তারা মত প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সমাজসেবা সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধি, উপকারভোগী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ৫ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে প্রতিবন্ধী ভাতা কার্ড বিতরণ করা হয় এবং শীতার্ত ৩ জন সুবিধাভোগীর হাতে কম্বল তুলে দেওয়া হয়।
দিবসটি পালনের মাধ্যমে সমাজসেবার গুরুত্ব ও কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা আরও বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।