অপুদাস,ঝিনাইদহ প্রতিনিধি:-
ঝিনাইদহের গিলাবাড়িয়া এলাকায় ভোজনবাড়ি রেস্টুরেন্ট থেকে কফি খেয়ে বাসায় ফেরার পথে এক তরুণীর সঙ্গে যে ভয়াবহ ঘটনা ঘটেছে—এটা শুধু একটি পরিবারের ট্র্যাজেডি নয়, আমাদের সমাজের জন্যও অ্যালার্ম।
ধর্ষণ করে, এরপর যৌনাঙ্গে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া-মানুষ কতটা অমানুষ হলে এমন নির্মমতা দেখাতে পারে? এই নৃশংসতার বিচার দ্রুত ও দৃষ্টান্তমূলক না হলে, অপরাধীরা আরও সাহস পাবে।
আজ দেশজুড়ে খুন, ছিনতাই, চাঁদাবাজি,সবকিছুরই দৌরাত্ম বাড়ছে। আইন প্রয়োগের দৃশ্যমান কঠোরতা না থাকলে মানসিক ও মানবিক অবক্ষয় থামবে না।