জীবননগর অফিস:-
জীবননগর উপজেলার হাসাদহে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এজেন্ট শাখার উদ্যোগে হাসাদহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ২০২৫ সালের বার্ষিক পরীক্ষায় মেধাতালিকাভুক্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার(১৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে হাসাদহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মমিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, হাসাদহ এজেন্ট শাখার সত্বাধিকারী এসএম মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, জীবননগর শাখার সিনিয়র অফিসার হারুন অর রশীদ এবং ইসলামী ব্যাংক হাসাদাহ এজেন্ট শাখার কর্মকর্তা মশিউর রহমান আনন্দ। তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পড়াশোনার পাশাপাশি নৈতিকতা ও মূল্যবোধ চর্চার মাধ্যমে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে নিজেদের গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিলকিস আক্তার,জাহানারা পারভীন,আনিচুর রহমান,আলেয়া ফেরদৌসী,আমেনা খাতুন, আব্দুস সবুর, লুৎফর রহমান ও মোস্তাফিজুর রহমান। এছাড়াও স্থানীয় সাংবাদিক আল আমিন, জাহিদুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আলোচনা সভা শেষে বার্ষিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন,বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরুজ্জামান।
অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে এবং এমন উদ্যোগ শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।