জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার প্রতাপপুরে দিনে দুপুরে ভয়াবহ অগ্নিকান্ডে প্রান্তিক কৃষকের দু’লক্ষাধিক টাকার মালামা ভস্মিভুত হয়েছে। ঘটনার রোববার চারটার দিকে সংঘটিত হয়েছে। রান্না ঘরের চুলার আগুন থেকে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটেছে বলে ক্ষতিগ্রস্থ পরিবারের দাবী।
জীবননগর উপজেলার বাকা ইউনিয়নের প্রতাপপুর গ্রামের মৃত মোতালেব হোসেনের ছেলে বাবলু মন্ডলের স্ত্রী প্রতিদিনের মত রোববার বিকালে রান্না শেষে ঘর থেকে বের হয়ে যান। কিছুক্ষনের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো রান্না ঘরে ছড়িয়ে পড়ে। পরবর্তী মুহুর্তের মধ্যে আশেপাশের খড়ির ঘর,বিচালী গাঁদায় আগুন ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারণ করে। এ সময় প্রতিবেশীরা আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। এলাকায় বড় ধরনের অগ্নিকান্ডের আগেই জীবননগর ফায়ার সার্ভিস কর্মিরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতা আগুন পুরোপুরি নিয়ন্ত্র করতে সক্ষম হয়।