রাজশাহী সিটির ১৫৫ কেন্দ্রের ১৪৮টিই ‘ঝুঁকিপূর্ণ’

বিশেষ প্রতিনিধি:-

রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আনিসুর রহমান বলেন, ‘১৫৫টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। এর মধ্যে ১৪৮টি গুরুত্বপূর্ণ এবং ৭টি সাধারণ কেন্দ্র। কিন্তু আমরা সব কেন্দ্রগুলোকেই গুরুত্বের সঙ্গে নিয়েছি। প্রতিটি কেন্দ্র এলাকায় পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।’

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ১৫৫টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। কেন্দ্রগুলোর মধ্যে ১৪৮টিকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

নির্বাচন কমিশন ও পুলিশ ‘ঝুঁকিপূর্ণ’ কেন্দ্রগুলোকে ‘গুরুত্বপূর্ণ’ এবং ‘ঝুঁকিমুক্ত’ কেন্দ্রগুলোকে ‘সাধারণ’ কেন্দ্র হিসেবে চিহ্নিত করে। পরে সে অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনসহ অন্যান্য পদক্ষেপ নেয়।

রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আনিসুর রহমান বলেন, ‘১৫৫টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। এর মধ্যে ১৪৮টি গুরুত্বপূর্ণ এবং ৭টি সাধারণ কেন্দ্র। কিন্তু আমরা সব কেন্দ্রগুলোকেই গুরুত্বের সঙ্গে নিয়েছি। প্রতিটি কেন্দ্র এলাকায় পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘অতীতের যেকোনো নির্বাচনের চেয়ে এবারের রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন হবে মডেল স্বরূপ। ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা করার কেনো সুযোগ নেই। বাংলাদেশ পুলিশ এখন স্মার্ট পুলিশ। আগামীকাল নির্বাচনে এর প্রতিফলন ঘটবে।’

ভোটের দিন পুলিশের পাশাপাশি বিজিবি, র‌্যাব ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। নির্বাচন পূর্ববর্তী এবং নির্বাচন পরবর্তী সময়ে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতির কথা জানান পুলিশের এ কর্মকর্তা।

রাসিক নির্বাচনে ভোটার ১ লাখ ৫১ হাজার ৯৮২ জন। সুষ্ঠভাবে ভোট সম্পন্ন করতে প্রিজাইডিং অফিসারসহ ৩ হাজার ৬১৪ নির্বাচনী কর্মকর্তা মাঠে থাকবেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন থাকবে সাড়ে তিন হাজার পুলিশ ও ৩০০ র‌্যাব সদস্য।

স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকছে ১০ প্লাটুন বিজিবি। প্রতিটি ওয়ার্ডে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন। ভ্রাম্যমাণ অবস্থায় থাকবেন ১০ জন ম্যাজিস্ট্রেট। এ ছাড়া মাঠে থাকছেন নির্বাচন কমিশনের ১০ জন নিজস্ব পর্যবেক্ষক।

এদিকে মঙ্গলবার বেলা ১১টায় রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ অডিটোরিয়াম থেকে ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়।

রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্ ও রাজশাহী সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রিসাইডিং কর্মকর্তাদের মাধ্যমে এসব সরঞ্জাম বিতরণ করেন। রাজশাহী সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, ‘সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য যা যা করণীয় সবকিছু করা হয়েছে। ভোটাররা উৎসাহ নিয়ে কেন্দ্রে আসবেন এবং শান্তিপূর্ণভাবে নির্বাচনের সব কার্যক্রম সম্পন্ন হবে বলে আমরা প্রত্যাশা করছি।’

র‌্যাব-৫-এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল রিয়াজ শাহিয়ার বলেন, ‘যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রয়ণে র‌্যাব-৫-এর বোম ডিসপোজাল ইউনিট প্রস্তুত রয়েছে। র‌্যাব সদর দপ্তরে র‌্যাবের স্পেশাল ফোর্স হেলিকাপ্টারসহ যেকোনো পরিস্থিতিতে মোতায়েনের জন্য প্রস্তুত রয়েছে। এ ছাড়া সার্বিক পরিস্থিতি তদারকির জন্য নির্বাচন সেল এবং নিয়ন্ত্রণকক্ষ স্থাপন করা হয়েছে।’

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *