সুষ্ঠু নির্বাচন দিতে পারলে দেশের সংকট কেটে যাবে: দুদু

বিশেষ প্রতিনিধি:-

নতুন নির্বাচন কমিশন গঠন করে সুষ্ঠু নির্বাচন দিতে পারলে দেশের সংকট কেটে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। মঙ্গলবার (২০ জুন) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, ‘বাংলাদেশে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। এ সংকট থেকে বেরিয়ে আসতে হলে এই সরকারকে পদত্যাগ করতে হবে। প্রতিষ্ঠা করতে হবে তত্ত্বাবধায়ক সরকার। নতুন নির্বাচন কমিশন গঠন করে সুষ্ঠু নির্বাচন দিতে পারলেই সংকট কেটে যাবে।’

প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার উদ্দেশে তিনি বলেন, ‘খালেদা জিয়াকে মুক্তি দিন। তারেক রহমানকে দেশে আসতে দিন। নির্দলীয়-নিরপেক্ষ সরকার গঠনে সহযোগিতা করুন। পার্লামেন্ট ভেঙে দিন। তা না করলে এমন পরিস্থিতির মুখোমুখি হবেন সম্মান নিয়ে বিদায় নিতে পারবেন না।’

শামসুজ্জামান দুদু বলেন, ‘এই দেশবাসী কখনও স্বৈরাশাসক, কর্তৃত্ববাদী শাসকের কাছে মাথানত করে না। পাকিস্তান আমলেও করে নাই। বাংলাদেশ আমলেও করে নাই, ভবিষ্যতেও করবে না।’

ছাত্রদলের সাবেক এই নেতা বলেন, ‘বাংলাদেশের ওপর ভিসানীতি এসেছে সুষ্ঠু নির্বাচনের জন্য। সাত জন র‍্যাবের কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা এসেছিল মানবাধিকারের জন্য। আমাদের বন্ধু রাষ্ট্র ভারত আমার দেশের জনগণের পক্ষে থাকলে কোনও কথা নাই। কিন্তু দেখতে পাচ্ছি, নিশি রাতের সরকার শেখ হাসিনাকে রক্ষার জন্য বেশি ব্যস্ত হয়ে পড়েছে। এটা ভালো বিষয় নয়।’

দুদু বলেন, ‘এমন কোনও জিনিস নাই যার দাম সরকার তিন-চার গুণ বাড়ায়নি। শুধু তাই নয়, যারা জাতিসংঘ শান্তি মিশনে আছেন তাদেরও হুমকির মুখে ফেলে দিয়েছে।’

মানুষ আজ ভোটের অধিকার ফিরে পেতে চায় মন্তব্য করে তিনি ব‌লেন, ‘নিশি রাতের সরকার নিশি রাতের ভোট এ দেশের মানুষ আর চায় না। আগামীতে যদি নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়া না হয়, এ কারণে যদি কোনও পরিস্থিতির সৃষ্টি হয়– এর দায়ভার আওয়ামী লীগকে নিতে হবে।’

দুদু ব‌লেন, ‘এই দেশবাসী কখনও স্বৈরাচারী সরকারের পক্ষে ছিল না। এই সরকারকে ক্ষমতাচ্যুত‍ করার জন্য সবাইকে রাস্তায় নেমে আন্দোলন করতে হবে।’

জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বেপারির সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন– তাঁতি দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী মনির, কৃষকদলের সহ-সভাপতি ভিপি ইব্রাহিম, মৎস্যজীবী দলের যুগ্ন আহ্বায়ক নাদিম চৌধুরী, কর্মজীবী দলের সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন সরদার, মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *