জীবননগরে শফিকুল মাস্টারের “আমার ছেলে বেলা’’ বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠানে কবি-সাহিত্যিকদের মিলন মেলা

জীবননগর অফিস:-

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উদীয়মান কবি-সাহিত্যিক শফিকুল ইসলাম ওরফে শফিকুল মাস্টারের লেখা “আমার ছেলে বেলা” বইটির দ্বিতীয় সংস্করণ প্রকাশনা উপলক্ষে শুক্রবার বিকালে জীবননগর পৌর সভা কক্ষে প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। জীবননগর সাহিত্য পরিষদের আয়োজনে প্রকাশনা উৎসব অনুষ্ঠানটি জেলার কবি-সাহিত্যিক ও লেখকদের এক মিলন মেলায় পরিণত হয়।

জীবননগর সাহিত্য পরিষদের সভাপতি আব্দুল লতিফ অমলের সভাপতিত্বে ও সাংবাদিক আতিয়ার রহমানের সঞ্চালনায় প্রকাশনা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,জীবননগর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম রফিক। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন,জীবননগরের গর্বিত সন্তান চুয়াডাঙ্গা সরকারী কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সী আবু সাইফ মুকু।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,চুয়াডাঙ্গা প্রগতি লেখক সংঘের সভাপতি কোরবান আলী মন্ডল,সাধারন সম্পাদক কাজল মাহমুদ,জীবননগর বার্তা পত্রিকার প্রকাশক সম্পাদক সামসুল আলম,মুন্সী নাসির উদ্দিন,হাবিবি জহির রায়হান,শফিকুল আলম নান্নু,মাহাবুর রহমান,হুমায়ুন কবির,নারায়ন ভৌমিক।

প্রকাশনা উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সাংবাদিক নুরুল আলম বাকু,পৌর কাউন্সিলর আবুল কাশেম,আপিল উদ্দিন,খোকন মিয়া,পৌরসভার হিসাব রক্ষক আবুল কালাম আজাদ,আব্দুল আজিজ,নাইমুর রহমান প্রমুখ।

প্রকাশনা উৎসব অনুষ্ঠানে বক্তারা বলেন,শফিকুল ইসলাম মাস্টারের লেখা আমার ছেলে বেলা বইটি একটি আত্মজীবনী মুলক লেখা। বইটিতে একেবারে ছোট বেলার গ্রামীণ জীবনের নানা চিত্র ফুটে উঠেছে। যেখানে শব্দ চয়নও হয়েছে অজপাড়া গায়ের। বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আমার ছোট বেলা বই তাহার জীবনের উচ্চ বিলাসী কাহিনী উঠে এসেছে। কিন্তু শফিকুল ইসলাম মাস্টারের লেখা বইয়ে নিদারুন,দেশ্যদশা একটি বৃহত্তম পরিবারের কথা উঠে এসেছে। বক্তারা শফিকুল ইসলাম মাস্টারকে তার লেখালেখি অব্যাহত রাখার পরামর্শ প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *