জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:-
জীবননগরে দেলওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজা আয়োজনের ফেইসবুকে আহবানকারি জড়িত সন্দেহভাজন আরিফ জোয়ার্দ্দার (৩১) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার জীবননগর মসজিদের সামনে সন্দেহজনকভাবে ঘুরাঘুরি করায় তাঁকে আটক করা হয় বলে জানায় পুলিশ। আরিফ পৌরসভার নতুন তেতুলিয়া গ্রামের সোহরাব জোয়ার্দারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন জীবননগর থানার অফিসার ইনচার্জ এস এম জাবিদ হাসান বলেন, মানবতা বিরোধী অপরাধের দায়ে আমৃত্যু সাজাপ্রাপ্ত দেলওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে বুধবার জীবননগর গায়েবানা জানাজা আয়োজন করা হবে এমন গোয়েন্দা তথ্য ছিল পুলিশের কাছে। এর পরিপ্রেক্ষিতে জীবননগর থানা এলাকায় পুলিশ সর্তক অবস্থানে ছিল পুলিশের। যোহরের নামাজের পর আরিফ জোয়ার্দ্দারকে মসজিদের সামনে ঘুরাঘুরি করতে দেখে পুলিশের সন্দেহ হয়। এজন্য তাঁকে জিজ্ঞেসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে।