চুয়াডাঙ্গার জীবননগর সাংবাদিক সমিতির সাধারণ সভা শুক্রবার সকালে সমিতির অস্থায়ী কার্যালয়ে সাংবাদিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক জামাল হোসেন খোকনের উপস্থাপনায় বক্তব্য রাখেন, সমিতির প্রধান উপদেষ্টা সামসুল আলম, সাংবাদিক নুর আলম, শেখ শহিদুল ইসলাম, মিথুন মাহমুদ, মতিয়ার রহমান, মোস্তাসিম বিল্লাহ, এইচএম হাকিম, রাসেল হোসেন মুন্না। অনুষ্ঠিত সাধারণ সভায় সমিতির অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন।
আলোচকদের আলোচনায় সমিতির কার্যক্রমকে আরো গতিশীল করতে এবং সকল সদস্য ঐক্যবদ্ধ হয়ে পেশাগত দায়িত্ব পালনের অঙ্গিকারা বদ্ধ হন। যে কোন সমস্যা আলোচনা সাপেক্ষে ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করা হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।