জীবননগরে উন্নয়ন মেলার উদ্বোধন করলেন এমপি টগর শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে আজ উন্নয়নের রোল মডেল

জীবননগর অফিস:-

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রতি বছরের মত এবারও তিনদিন ব্যাপী উন্নয়ন মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।

’’সেবা ও উন্নতির দক্ষ রুপকার,উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার’’এই শ্লোগানকে সামনে রেখে জাতীয়য় স্থানীয় সরকার দিবস উপলক্ষে রোববার সকালে মেলার শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর।

উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান,ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা,মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী।

উদ্বোধনী অনুষ্ঠানে জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মর্তুজা,পৌরসভার মেয়র রফিকুল ইসলাম,মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খান,হাসাদহ ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম,কেডিকে

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল বাসার শিপলু,সীমান্ত ইউপি চেয়ারম্যান ইসাবুল হক মিল্টন মোল্যা,সীমান্ত ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক মোল্যা,হাসাদহ ইউনিয়ন যুবলীগ সভাপতি জুম্মাত মন্ডল।প্রধান অতিথি হাজী আলী আজগার টগর এমপি মেলা উদ্বোধন শেষে বিশেষ অতিথিদেরকে সাথে নিয়ে মেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন।

উন্নয়ন মেলা উদ্বোধন কালে প্রধান অতিথি এমপি টগর বলেন,বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসাবে পরিচিতি পেয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশ বিশ্ব উন্নয়নের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ আজ স্মার্ বাংলাদেশ হতে চলেছে। দেশে সর্বক্ষেত্রে উন্নয়নের জোঁয়ার সৃষ্টি হয়েছে।

কিন্তু এ উন্নয়ন বিএনপি-জামায়াতের গায়ে জ্বালা ধরেছে। আর আওয়ামীলীগের জনপ্রিয়তা বেড়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে। বিএনপি-জামায়াতের আমলে দেশ দুর্ণীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। আজ সেই দেশ উন্নয়নে বিশ্বে রেকর্ড সৃষ্টি করেছে। জাতীয় স্থানীয় সরকার দিবস উপলেক্ষ্ এক বর্ণাঢ র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *