জীবননগরে বিভিন্ন মসজিদ-মন্দির মাদ্রাসায় চেক বিতরন করলেন এমপি টগর

জীবননগর অফিস:-

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে মসজিদ,মাদ্রাসা ও মন্দিরে ২০২৩-২০২৪ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষন(টিআর) কর্মসুচির আওতায় প্রথম পর্যায়ে নির্বাচনী এলাকা ভিত্তিক বরাদ্দকৃত অর্থের চেক সোমবার সকালে বিতরন করা হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজের সভাপতিত্বে চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান হাফিজ,জীবননগর পৌর মেয়র রফিকুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা ও জীবননগর থানার অফিসার ইনচার্জ এসএম জাবিদ হাসান,সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মর্তুজা।

চেক বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,কেডিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল বাসার শিপলু,মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন খান,বাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান,উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান,হাসাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বিশ্বাস,

সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইশাবুল ইসলাম মিল্টন মোল্যা ও রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর্জা তাহাজ্জুত হোসেন। অনুষ্ঠানটির সার্বিক উপস্থাপনায় ছিলেন,জীবননগর  দূর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মিজানুর রহমান। অনুষ্ঠানে উপজেলার ৭২ টি প্রতিষ্ঠানের অনুকুলে ৪০ লাখ টাকার চেক বিতরন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *