জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশের ঝটিকা দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গোলাম মোস্তফা নান্টু(৪৫) এক বছর পলাতক থাকার পর অবশেষে বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে গ্রেফতার হয়েছে। শুক্রবার সকালে তাকে চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হবে।
গ্রেপ্তারকৃত নান্টু উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামের আলী হোসেনের ছেলে।তাকে শুক্রবার চুয়াডাঙ্গা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ এস এম জাবীদ হাসান রাত সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করে বলেন, জীবননগর পৌর এলাকায় অভিযান পরিচালনা করে ২বছরে কারাদণ্ডে দণ্ডিত পলাতক আসামি গোলাম মোস্তফা নান্টুকে এক বছর পর গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, সে দুই বছর সশ্রম কারাদন্ড এবং দশ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ০১ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত সিআর-১৪৫/২১ (দর্শনা), প্রসেস-১২৩/২৩ এর সাজা পরোয়ানা ভুক্ত আসামী। তাকে চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে।