জীবননগর মনোহরপুরে মতবিনিময় সভায় জেলা প্রশাসক ড. কিসিন্ঞ্জার চাকমা মাদক আমাদের যুব সমাজকে ধ্বংস করছে

জীবননগর অফিস:

জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদের হলরুমে  যৌন হয়রানি মাদক, জঙ্গিবাদ, দূর্নীতি প্রতিরোধ,আত্মহত্যার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি, ডেঙ্গু প্রতিরোধ ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিন্ঞ্জার চাকমা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র।

প্রধান অতিথি ড.কিসিঞ্জার চাকমা বলেন,মাদক আমাদের সম্ভবনাময় যুব সমাজকে ধ্বংস করছে। বর্তমান যুব সমাজকে মাদক মুক্ত করতে খেলাধুলার পাশাপাশি আমাদের সকলে সচেতন হতে হবে। মাদকের কুফল সম্পর্কে জানতে হবে এবং জানাতে হবে। আমাদের সমাজে বর্তমানে আত্মহত্যার প্রবণতা মারাত্মক ভাবে বেড়েছে। আত্মহত্যা মহাপাপ।

আত্মহত্যার প্রবণতা কমাতে আমাদের অভিভাবকসহ সকলকে সচেতন হতে হবে এবং শিক্ষার্থীদেরকে সচেতন করে তুলতে হবে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা যাতে অবনতি না হয়, সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক।

এছাড়াও বক্তব্য রাখেন,সাংবাদিক আকিমুল ইসলাম, জীবননগর ইয়ুথ এ্যাসেম্বিলর সভাপতি সাংবাদিক মিথুন মাহমুদ, পরিবার পরিকল্পনা পরিদর্শক সাজেদুর রহমান প্রমূখ ।উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় ছিলেন, জীবননগর উপজেলা লোকমোর্চার সমন্বয়কারী আব্দুল আলিম সজল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *