জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা শহরের পুরাতন লক্ষ্মীপুরে জমি নিয়ে ভাইয়ে ভাইয়ে মারামারির ঘটনায় দু’নারীসহ ৬ জন আহত হয়েছেন। আহতদেরকে জীবননগর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাটি বুধবার বিকালে সংঘটিত হয়েছে। এ ঘটনায় দু’ভাই থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দিয়েছেন।
জীবননগর পৌর শহরের পুরাতন লক্ষ্মীপুরের আব্দুল গনির দু’ছেলে আরিফ ও তারিফের মধ্যে পৈতৃক বসতভিটা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সেই চলমান বিরোধকে কেন্দ্র করে বুধবার বিকাল তিনটার দিকে আরিফ ও তারিফের মধ্যে মারামারির ঘটনা ঘটে। তাদের মধ্যে সৃষ্ট মারামারির ঘটনায় আরিফ ও তার স্ত্রী পান্না এবং মেয়ে আরিফা খাতুন আহত হয়। অন্যদিকে তারিফ ও তার স্ত্রী শিমু ও ছেলে সায়েম।
আরিফের অভিযোগ তার ছোট ভাই তারিফ কোন কারণ ছাড়াই বুধবার বিকাল আমার বাড়ীর সামনে এসে আমার স্ত্রী-কন্যাকে মারপিট করে জখম করে। আমি তাকে ঠেকাতে গেলে সে আমাকেও মারপিট করে জখম করে।
এদিকে তারিফের অভিযোগ তার বড় ভাই আরিফ অন্যায় ভাবে জমি বেশী জমি ভোগ দখল করছে। সেই ঘটনায় বুধবার বিকালে কথাবার্তার এক পর্যায়ে ভাই আরিফ ও তার স্ত্রী পান্না এবং মেয়ে আরিফা তাদেরকে মারপিট করে। তারা শিশু পুত্র সায়েমকেও মারপিট করে।
জীবননগর পৌরসভার সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর জামাল হোসেন বলেন,ঘটনা আমি লোকমুখে শুনেছি। তবে উভয়পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়ার কারণে বিষয়টি থানা পুলিশের মাধ্যমে নিস্পত্তি করা হবে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ এসএম জাবিদ হাসান বলেন,ঘটনার ব্যাপারে পৃথক দু’টি লিখিত অভিযোগ থানায় পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে কার্যকরি ব্যবস্থা গ্রহন করা হবে।