জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পাকা গ্রামের এক যুবক
জাল ভোট দিতে গিয়ে আটক হয়। সামাউল হোসেন(২৬) নামের ওই যুবক ভ্রাম্যমান আদালত তিন বছরের জেল-জরিমানার আদেশ প্রদান করেন। এসময় নৌকা প্রতীকে সীল মারা ১১ টি ব্যালট পেপার উদ্ধার করেন। রোববার দুপুরে উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের পাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্ত সামিউল হোসেন (২৬) আন্দুলবাড়ীয়া ইউনিয়নের
পাঁকা গ্রামের মো.মতিয়ার জোয়ার্দারের ছেলে।
উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো.তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সামিউল নামে ওই যুবক জাল ভোট দেয়ার জন্য একের অধিক ব্যালট পেপার সংগ্রহ করে। পরে ব্যালট বাক্সে তা প্রবেশের আগেই তাকে গ্রেফতার করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত তাকে নির্বাচন বিধিমালা ১৯৭২ এর ৮১(১)(ক) ধারার অপরাধে দোষী সাব্যস্ত করে ৩ বছরের সশ্রম কারাদণ্ড দেন। এছাড়া পাঁচ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।