জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর থানার শাহাপুর পুলিশ ফাঁড়ির পুলিশের মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩০পিচ ইয়াবা ট্যাবলেটসহ আন্দুলবাড়ীয়া স্টেশনপাড়ার সাগর হোসেন (২৫) নামের এক যুবককে গ্রেফতসর করেছেন।
শনিবার দুপুর ২টার দিকে উপজেলার আন্দুলবাড়িয়ার স্টেশন পাড়ার হতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত, সাগর উপজেলার আন্দুলবাড়িয়া গ্রামের স্টেশন পাড়ার মো.মতিয়ার রহমান তপু’র ছেলে।
জীবননগর আন্দুলবাড়ীয়া ইউনিয়নের শাহাপুর পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ শনিবার দুপুরের দিকে আন্দুলবাড়ীয়া স্টেশনপাড়ায় মাদক বিরোধী ও বিশেষ অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করেন।
বিষয়টি নিশ্চিত করে জীবননগর থানার অফিসার ইনচার্জ এস এম জাবিদ হাসান বলেন, মাদক বিরোধী অভিযান পরিচালনা সময় সাগর হোসেনের শয়ন কক্ষ থেকে ৩০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে তাকে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।তাকে রোবার সকালে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে।