জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টায় জীবননগর উপজেলা পরিষদের সভা কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় উন্মুক্ত আলোচনা অংশ নেন সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ সভাপতিত্বের বক্তব্যে বলেন, আমরা নিয়মিত বাজার তদারকিতে অভিযান পরিচালনা করি।
তবে শুধু আমাদের একার পক্ষে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব না। সবাইকে সতর্ক হতে হবে৷ আমরা বাজারে অভিযানে গেলে ব্যবসায়ীরা তাড়াহুড়ো করে মূল-তালিকা টাঙান। তবে অন্য সময় তাদের প্রতিষ্ঠানে মূল্য-তালিকা টাঙানো থাকে না। আামাদের এই সংস্কৃতিতে থেকে বের হয়ে আসতে হবে।
সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈসা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী,
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আরশাফুল আলম, জীবননগর প্রেসক্লাবের সভাপতি এমআর বাবু।
এছাড়া উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দীন, উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা বন কর্মকর্তা কাজল, জীবননগর থানার উপপরিদর্শক শরিফুল ইসলাম, সিনিয়র সাংবাদিক সালাউদ্দিন কাজল প্রমুখ।