মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
বিশেষ প্রতিনিধি:-
বৈশাখের টানা খরতাপে পুড়ছে দেশ। প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা। সোমবার (২৯ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। এতে ভেঙে গেছে চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার সব রেকর্ড। চলতি মৌসুমে তাপমাত্রার পারদ এবারই প্রথম ৪৩-এর ঘরে পৌঁছালো।
জানা গেছে, চুয়াডাঙ্গায় অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। টানা তাপপ্রবাহে এ জেলার মানুষ ও প্রাণিকুল ওষ্ঠাগত। দিনের বেলায় প্রচণ্ড রোদ আর সন্ধ্যার পর ভ্যাপসা গরম নিত্যসঙ্গী হয়ে উঠেছে চুয়াডাঙ্গার জনজীবনে।
সকাল থেকে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়ছে তাপমাত্রার পারদ। বেলা ১২ থেকে দুপুর সাড়ে ৩টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বের হচ্ছেন না। এ কারণে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। তীব্র তাপপ্রবাহে মাঠের ফল-ফসল ব্যাপক ক্ষতির মুখে পড়েছে।
চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, এ রকম তাপপ্রবাহ অব্যাহত থাকবে আরও কয়েক দিন। আগামী ২-৩ দিনের মধ্যে বৃষ্টির কোনও আভাস নেই।