বিশেষ প্রতিনিধি:-
আসন্ন আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে আনারস মার্কায় আব্দুল মমিন চৌধুরী ডাবু গণসংযোগ ও পথসভা করেছেন। বুধবার তিনি উপজেলার আইলহাঁস ও নাগদাহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতা কর্মিদের নিয়ে গণসংযোগ ও পথসভা করেন।
তিনি নেতাকর্মীদের নিয়ে আইলহাঁস গ্রামে খেলার মাঠে যুবসমাজকে নিয়ে খেলোয়ারদের সাথে মিলিত হন। এর পর কালিদাসপুর ইউনিয়নের পারকুলা গ্রামের নেতাকর্মীদের সাথে মতবিনিয়ম করেন।
বিভিন্ন পথসভায় মমিন চৌধুরী ডাবু বলেন, এবারের উপজেলা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। এই নির্বাচন আশা করি সুষ্ঠ ও নিরপেক্ষ হবে।
আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ রইলো, আপনারা আমার আনারস প্রতিকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন। আমি সব সময়ই এলাকার মানুষের জন্য কাজ করে আসছি। যে কোন বিপদ আপদে পাশে দাঁড়িয়েছি।
নির্বাচনে আমি যদি বিজয়ী হ’ই,তাহলে আমি দু:খি মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জন্য কাজ করে যাবো।
এই উপজেলাবাসীকে দূর্নীতি মুক্ত ও স্মার্ট উপজেলা হিসাবে উপহার দেব।
জনসংযোগ কালে উপস্থিত ছিলেন কালিদাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান শামিম আওয়ামীলীগ নেতা ইমদাদুল হক,সাবেক ছাত্রলীগ নেতা মোল্লা জাফর উল্লাহ,ইকলুসুর রহমান,মো: আলম,প্রান্ত,আশাদুল হক,মো: ইমন,কাজল রানা প্রমুখ।