জীবননগর অফিস-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় নানা আয়োজনের মধ্যদিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালান করা হয়েছে৷ বুধবার বেলা সাড়ে ১০টার দিকে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়৷
শোভাযাত্রাটি জীবননগর বাসস্ট্যান্ড ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে জীবননগর উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ৷ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন জীবননগর মডেল মসজিদের ভারপ্রাপ্ত ইমাম আব্দুল্লা আল যুবায়ের।
পবিত্র গীতা পাঠ করেন জীবননগর উপজেলা সরকারি পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাদব কুমার পরামানিক।
জীবননগর উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল জব্বারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈসা, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তানভীর হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দীন, উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা শরীফুল ইসলাম কাজল প্রমুখ। এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।