জীবননগরে এক সাথে   তিন পুত্র সন্তানের জন্ম দিলেন গৃহবধূ জেসমিন

জীবননগর অফিস :-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার জেসমিন খাতুন(২৫) নামের এক গৃহবধূ এক সাথে তিনটি পুত্র সন্তানের জন্ম  দিয়ে চাঞ্চল্য সৃষ্টি করেছেন।
শহরের হাসপাতাল সড়কের কেয়ার সনো হাসপাতালে প্রসূতি এ বাচ্চা প্রসব করেন। প্রসূতি মা জেসমিন খাতুন ও তার তিন সন্তান বর্তমানে সুস্থ ও স্বা আছেন।
এক সাথে সদ্য  ভূমিষ্ট হওয়া তিন সন্তানকে দেখতে ওই হাসপাতালে প্রতিদিনই  উৎসুক  জনতার ভিড় বাড়ছে।
 প্রসূতি  জেসমিন খাতুন জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের প্রতাপপুর গ্রামে মোহাম্মদ বকুল হোসেনের  স্ত্রী।
কেয়ার সনো হাসপাতালের ডা. হেলেনা আক্তার নিপা জানান, তিন নবজাতক ও প্রসূতি সম্পূর্ণ সুস্থ আছে।
একই সাথে জন্ম নেয়া তিন নবজাতকের শারীরিক গঠন ও ওজন স্বাভাবিক আছে।
জেসমিন খাতুনের স্বামী বকুল হোসেন বলেন, ২৬ জুন বুধবার  বিকাল চারটার দিকে কেয়ার সনো নার্সিং হোমে  ভর্তি করেন এবং বিকাল পাঁচটার দিকে
  সিজারের মাধ্যমে এই তিন পুত্র সন্তান জন্ম হয়। নবজাতক তিন পুত্র সন্তান ও তাদের মা জেসমিন খাতুন সম্পূর্ণ সুস্থ আছেন।
এক সাথে তিন পুত্র সন্তানের জন্ম হওয়ায় তিনিসহ পরিবারের সবাই খুবই খুশি। এছাড়াও ওই দম্পতির নয় বছরের একটি  মেয়ে রয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *