বিশেষ প্রতিনিধি,ঝিনাইদহ:-
ঝিনাইদহের মহেশপুর প্রেসক্লাবের সাংবাদিক আবুল কাসেমকে হত্যার চেষ্টা করায় মহেশপুর প্রেসক্লাবের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে মহেশপুর প্রেসক্লারে সভাপতি আব্দুর রহমানের সভাপত্বিতে অনুষ্ঠিত সভায় সাংবাদিক আবুল কাসেমের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
অবিলম্বে হামলা কারী সস্ত্রাসী মিলনকে গ্রেফতারের দাবী জানানো হয়।
জরুরী সভায় বক্তব্য রাখেন,মহেশপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ এনামুলহক দুলু,সাংবাদিক আলমগীর হোসেন,মাহমুদ হাসান মিলন,পলাশ রহমান,নাজমুল হোসেন,আতিউর রহমান,হোসাইন আহম্মেদ,তরিকুল ইসলাম,আশরাফুর ইসলাম ঝন্টু,রনি আহম্মেদ,ওসমান গণি।
উল্লেখ্য-গত ৭ই জুলাই/২৪ প্রেসক্লাবের সিনিয়ার সাংবাদিক দৈনিক দেশের পত্র পত্রিকার মহেশপুর প্রতিনিধি আবুল কাসেম ও তার ২ ছেলে উছামা আহম্মেদ ও তামিমকে এলাকার সস্ত্রাসী ভদু বিশ্বাসের ছেলে মিলন অর্তকিত হামলা করে কুপিয়ে গুরুত্ব আহত করে।
সভায় সাংবাদিকরা এর তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন যদি আসামীকে অবিলম্বে গ্রেফতার কার না হলে পরবর্তীতে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।