বিশেষ প্রতিনিধি :-
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রোববার দুপুরের দিকে জেলা আইন-শৃঙ্খলা কমিটি,আদালত সহায়তা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ; মানব পাচার প্রতিরোধ; চোরাচালান নিরোধ সমন্বয়; সড়ক দুর্ঘটনা হতাহতদের নির্ভুল ও সমন্বিত পরিসংখ্যান প্রণয়ন; জেলা সড়ক নিরাপত্তা কমিটি; চোরাচালান নিরোধ; অনিস্পন্ন চোরাচালান মামলাসমূহ সম্পর্কে মনিটরিং সেলের সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জেলা পুলিশ আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপি’র আহবায়ক মাহমুদ হাসান খান (বাবু) ও জেলা বিএনপি’র সদস্য সচিব মো: শরীফুজ্জামান(শরীফ) এবং জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং মিডিয়া ব্যক্তিবর্গ।